Tanvir Ali

  • Photography
  • Cinematography
  • Productions
  • Mentor
  • Blog

Projects

Dibshikha – দীপশিখা

…দিনটা ছিল আমাদের জন্যে খুব আনন্দের একটা দিন… খুব গর্বের দিন!! একদম একটা অন্য রকমের সময় গেছে ওয়েডিং মোমেন্ট এর সবার জন্যে! গত কদিন ধরে অধীর অপেক্ষায় ছিলাম আমরা। সত্যি বলতে কি, দিনটা আসলে ছিল সুমনা, সুমাইয়া, তানিয়া, রিফাত, মিম, মারুফ সহ আরও অনেক শিশুর জন্যে। সেদিন ওরা হেসেছে, ছুটেছে, খেলেছে, আনন্দে মাতামাতি করেছে সারাদিন। আর আমরা কেবল পাশে থাকতে চেয়েছিলাম ওদেরকে সঙ্গ দিতে, একটু আশায়… যদি ওদের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে পারি।। ১৪’ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল দীপ্ত শিখা নিকেতনে ছিলাম আমরা সবাই। শিশুদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় হৈ হুল্লোড় আর আনন্দে সময় কেটেছে শিশুদের সাথে।

Read More

…অনেকের কাছেই এই শিশুদের পরিচয়, এরা “পথশিশু” ! কঠোর বাস্তবের নির্মমতা এদেরকে আর সব শিশুদের থেকে ভিন্ন একটা পরিচয়ে পরিচিতি দিয়েছে… কারণ এরা আর সবার মত নয়, এরা জীবনের মৌলিক অধিকারগুলি থেকে সুবিধাবঞ্চিত …যার উপর এই কোমলমতি শিশুদের কিন্তু কোনদিন কোন হাত ছিল না। আর তাছাড়া একটা ছোট্ট শিশুকে কি এত কঠিন ভাবে বিভাজন করা যায়? …না করা উচিৎ? নিশ্চয় না !! তাই তাদের মুখে হাসি ফোটাতে, জীবনকে একটু উন্নত করতে লেখাপড়ার ব্যবস্থা, উৎসবে পার্বণে একটু ভাল পোশাক, সামান্য ভাল খাবার, এমন অনেক কিছুর চেষ্টা করি আমরা অনেকেই। কিন্তু বিনোদন? আর দশটা শিশুর মত ওদেরও সুস্থ মানসিক বিকাশের জন্য বিনোদনেরও যে খুবই দরকার। তাই ভালবাসার দিনে ওদের ভালবেসে ওদের বিনোদনের খোরাক জোগানোর প্রয়াসে দীপ্তশিখা ফাউন্ডেশন আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে চেয়েছি আমরা।

…সুবিধাবঞ্চিত এই শিশুগুলির জন্যে একটা দুরন্ত শৈশব, নিশ্চিত শিক্ষা, একটা নিরাপদ পৃথিবী, একটা সুন্দর ভবিষ্যতের সূচনা কিন্তু আপনি-আমি-আমরাই করতে পারি… খুব সহজেই ওদের পাশে দাঁড়াতে পারি, শুধু যদি মন থেকে চাই। তাই আসুন, আমরা সবাই যার যার অবস্থানে থেকে হাত বাড়িয়ে দেই, ছোট্ট ছোট্ট শিশুগুলির মুখের ভুবনভুলানো হাসিগুলি নিশ্চিত করতে আমরা সবাই এগিয়ে আসি…

…এই আলোর মিছিলে অংশ নিতে – ওদের জন্য কাজ করতে চাইলে অথবা কোন ধরনরে সহায়তা করতে যোগাযোগ করুন :
ফোন : 01873007711
বিস্তারিত লিংক : https://goo.gl/SEK0Dn

HungryNaki – সেহরি দিন
Sajida Foundation PDC
This website uses cookies to improve your experience. Cookie Policy